• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

স্টেইনের রেকর্ডের দিনে ছাড়খার পাকিস্তান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরলেন ডেল স্টেইন। ফিরেই দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ছুঁয়েছেন। ফাখার জামানকে আউট করে পূর্বসূরি শন পোলককে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন তিনি। স্টেইনের রেকর্ডের দিনে পর্যুদস্ত হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপও। ১২১ রান তুলতেই হারিয়েছে তারা হারিয়েছে ৮ উইকেট।

সেঞ্চুরিয়ানে টস জিতে ব্যাটিং নিয়ে মূলত নিজেদের সর্বনাশই ডেকে এনেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। শুরুটা করেছেন রাবাদা। শূন্য রানেই ইমাম-উল হককে এলবি'র ফাঁদে ফেলেন তিনি। ইনিংস সপ্তম ওভারের প্রথম বলেই ফাখার জামানকে এলগারের হাতে বন্দী করেন স্টেইন। এর মাধ্যমে হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি।

পাকিস্তান ব্যাটিং লাইনআপে বাকি অংশের ধ্বংসলীলা চালিয়েছেন অলিভিয়ার। ১৩ ওভারে ৫ উইকেট তুলে নেন তিনি। পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেছেন আজহার। এছাড়া বাবর আজম ৩০ রানে ব্যাটে করছেন।