• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নাঈমের আট উইকেটে সেন্ট্রাল জোনের হার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোনের হয়ে ৪৭ রানে ৮ উইকেট নিয়েছেন নাঈম ইসলাম। তার ঘূর্ণি জাদুতেই সেন্ট্রাল জোন হেরেছে ৩২১ রানের বড় ব্যবধানে।

আগের ইনিংসে ২০১ রানে এগিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন ব্যাটিং নামে ইস্ট জোন। শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক এবং ইয়াসির আলি রাব্বি। মুমিনুল ১০০ রানে আউট হলেও রাব্বি অপরাজিত থাকেন ১০১ রানে। ইস্ট জোন নিজেদের ৩ উইকেটে ২৫৪ রানে ইনিংস ঘোষণা করে।

জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৫৬ রানের। কিন্তু কিছুদিন আগেই জাতীয় দলে অভিষেক হওয়া নাঈমের ঘূর্ণিতেই পরাস্ত হয় সেন্ট্রাল জোন। দখল করে নেন ৮ উইকেট। অল্পের জন্য বাংলাদেশের পক্ষে প্রথম শ্রেনীর ক্রিকেটের রেকর্ডটা নিজের করতে পারেননি নাঈম। ৮২ রানে ৯ উইকেট নিয়ে সবার উপরে আছে সানজামুল হক।