• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

স্বপ্নের প্রত্যাবর্তনের আগে চাপে ছিলেন রোনালদো

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে সিআরসেভেনের। গতকাল শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড। দলের হয়ে দুই গোল করেছেন রোনালদো। তিনিই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর নিউক্যাসল সেটি পরিশোধ করে ফেললে আবারও ব্যবধান বাড়ানা সিআর সেভেন। ম্যাচ শেষে বলেছেন, পুনরভিষেকের আগে তিনি চাপে ছিলেন।

শুক্রবার রাত থেকেই চাপ অনুভব করতে থাকেন ৩৬ বছর বয়সী এই তারকা। খেলতে নামার আগে থেকে তার নামে জয়ধ্বনি দিতে থাকা গ্যালারির ৭৬ হাজার মানুষ তাকে আরও চাপে ফেলে দিয়েছিল। ম্যাচ শেষে রোনালদো বলেন, 'আমি সত্যি বলছি, খুব চাপে ছিলাম। শুক্রবার রাত থেকেই মনে হচ্ছিল আমায় আবারও প্রমাণ করতে হবে যে, আমি এই দলে খেলার যোগ্য। মাঠে নামার পর থেকে সমর্থকদের চিৎকার আরও চাপ বাড়িয়ে দেয়।'

কিন্তু রোনালদো একজন পেশাদার ফুটবলার। চাপ থাকলেও তা কাটিয়ে ওঠাই তার স্বভাব। তিনি বলেন, 'ভাবিনি চাপ কাটিয়ে দুটি গোল করে ফেলব। আমি ভালো খেলতে চেয়েছিলাম। চাপে থাকলেও কাউকে বুঝতে দিইনি। সমর্থকদের খুশি করতে পেরে গর্বিত। আমিও মনে করি, বাকি বিশ্বের ফুটবলের থেকে ইংল্যান্ডের ফুটবল একেবারেই আলাদা। এখানে এসে যে সম্মান আমি পেয়েছি তাতে আমি অভিভূত।'