• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এবাদতকে স্যালুট জানাল অন্য দুই সিলেটি পেসার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

উইকেট শিকারের পর সৈনিকদের মতো স্যালুট দিয়ে উদযাপন করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও বার বার এমন উদযাপনে মেতেছেন তিনি। বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক হওয়ায় চমৎকারভাবে স্যালুট দিতে পারেন এবাদত। ম্যাচ শেষে জয়ের নায়ককে স্যালুট জানাল সিলেটের অন্য দুই পেসার খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহি।

ম্যাচ শেষে এবাদতকে মাঝখানে দাঁড় করিয়ে স্যালুট জানান খালিদ ও রাহি। খালেদ আহমেদের সৌজন্যে সেই ছবিটি আপলোড করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্যাপশনে লিখেছে, ‘স্যালুট ভাই’।

স্যালুট এবাদতের প্রাপ্যই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কী বোলিংটাই না করেছেন তিনি! ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও। উল্লেখ্য, এবাদত, খালেদ, রাহি- তিনজনের বাড়িই সিলেটে।