• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিগ ব্যাশে ১৫৪ রান করে ইতিহাস গড়লেন ম্যাক্সওয়েল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

ব্যাট হাতে গ্ল্যান ম্যাক্সওয়েল যে কতটা ভয়ানক হতে পারেন তা আবারো দেখল ক্রিকেট বিশ্ব। বুধবার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে চার-ছক্কার বন্যা বসিয়েছেন মেলবোর্ন স্টারসের অধিনায়ক ম্যাক্সি। মাত্র ৬৪ বলে খেলেছেন অপরাজিত ১৫৪ রানের ইনিংস।

বিগ ব্যাশের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংস খেলার পথে ম্যাক্সওয়েল হাঁকিয়েছেন ২২টি চার ও ৪টি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেটে ২৭৩ রানের পাহাড় গড়েছে মেলবোর্ন। বিগ ব্যাশের ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে সিডনি থান্ডার্সের করা ২৩২-ই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ম্যাক্সওয়েল-ঝড়ের দিনে কম যাননি মার্কাস স্টয়নিসও। ৩১ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ১৮ বলে ৩৫ রান করেছেন জো ক্লার্ক। হোবার্টের পক্ষে ৪ ওভারে ৫২ রান দিয়েছেন নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানে। ২ ওভারে ৪০ রান দিয়েছেন জশ কান।