• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ধাওয়ান কীভাবে অধিনায়ক হয়: জাদেজা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

শিখর ধাওয়ান, একসময় ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হলেও বর্তমানে অনিয়মিত, আসা যাওয়ার মধ্যে তার ক্যারিয়ার। এর মাঝেই চমক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজে তাকে অধিনায়ক করে বোর্ড। 

দলে অনিয়মিত একজন খেলোয়াড়কে হঠাৎ অধিনায়ক করার বেশ চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক অজয় জাদেজা। বিষয়টি মেনেই নিতে পারছেন না তিনি।

গত বছর তাকে শ্রীলংকা সফরেও অধিনায়ক করা হয়েছিল। সম্প্রতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারের একটি অনুষ্ঠানে ধাওয়ান প্রসঙ্গে প্রশ্ন তোলেন জাদেজা। 

তিনি বলেন, ‘শিখর ধাওয়ানকে নিয়ে আমি নিশ্চিত নই। ও কী করছে দলে? ৬ মাস আগে ওকে বাদ দিয়ে দিল। ভারত কেএল রাহুল ও তরুণ খেলোয়াড়দের দিকে ঝুঁকল। তারপর হঠাৎ করে শ্রীলংকা সফরে ওকে অধিনায়ক করল। তারপর আবার ওকে বাদ দিল। এই বছর ইংল্যান্ডে নিয়ে গেল।’

বিষয়টি নিয়ে নির্বাচকদেরও একচোট নিলেন জাদেজা। তাদের পরিকল্পনার আগামাথা কিছুই বুঝতে পারছেন না এই সাবেক ক্রিকেটার।

তিনি বলেন, ‘ওরা কী ভাবছে? কীভাবে ও অধিনায়ক হয়? ও যদি দলের অংশ হয় তাহলে ওকে পাকাপাকি নিচ্ছে না কেন। তারা বলেছে যে ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। ধাওয়ান অবশ্যই এর অংশ নয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে ধাওয়ানের পারফরম্যান্স প্রথম ম্যাচে ৯৯ বলে করেছিলেন ৯৭ রান, দ্বিতীয় ম্যাচে ১৩। 

তার নেতৃত্বে দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত।