• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

টি-টেনের প্লেয়ার্স ড্রাফটে আফিফ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

টি-টেনের চলতি আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন জাতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। তার নাম যুক্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ।

এবারের টি-টেন লিগে আগেই নাম লিখিয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মুস্তাফিজুর রহমান।

টি-টেন কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজের পোস্টে লিখেছে, ‘ইয়াং গানস! আবুধাবি টি-টেনের ষষ্ঠ সিজনের ড্রাফটে আপনি এই তরুণদের মধ্যে কাকে বাছাই করতে সমর্থন করছেন?’

আফিফ ছাড়াও সর্বশেষ প্রকাশিত ড্রাফটে নাম লিখিয়েছেন পাথুম নিশাঙ্কা, ফজল হক ফারুকি, দিলশান মাদুশাঙ্কা, জরডান কক্স, হ্যারি টেক্টর, ইজহারুল হক নাভিদ, আভিষ্কা ফার্নান্দো।

এবারের টি-টেন লিগে সর্বপ্রথম খেলা নিশ্চিত হয় সাকিব আল হাসানের। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। এরপর ড্রাফটে ওঠে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের নাম।