• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ফের টি-২০তে সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই রেকর্ডটি গড়েছিলেন কিউই পেসার টিম সাউদি। সেদিন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে টি২০তে সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম স্থান নিজের দখলে নিয়েছিলেন তিনি।

১২৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাউদি। তবে আজ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেট সংগ্রহ করে যৌথভাবে সাউদির পাশে নাম লিখিয়েছেন সাকিব।

আজকের ম্যাচের আগে সাকিবের উইকেট শিকার ছিল ১২৩। আজ বৃহস্পতিবার রাইলি রুশোকে আউট করে সাকিব সাউদির সঙ্গে যুক্ত হন। সাউদি এবং সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান।

এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-২০র সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নিলেন সাউদি।

একনজরে আন্তর্জাতিক টি-২০তে সর্বাধিক উইকেট শিকারি পাঁচ বোলার 

সাকিব আল হাসান- ১২৫
টিম সাউদি- ১২৫
রশিদ খান- ১১৯ 
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৪