• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাজার ছুঁলেন কোহলি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

চলমান টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচেই ১৪৪ রান করে ফেলেছিলেন তিনি। যার মাধ্যমে টি-২০ বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে গিয়েছিলেন এই ভারতীয় তারকা।

পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) এই রান করতে পারলেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতেন তিনি।

এর মাধ্যমে লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে (১০১৬ রান) পেছনে ফেলতেন কোহলি। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। মাত্র ১২ রান করে লুঙ্গি এনগিডির বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ফলে জয়াবর্ধনের রেকর্ড ভাঙা হয়নি এই ভারতীয় তারকার।

অবশ্য এই রেকর্ড গড়তে না পারলেও অন্য একটি মাইলফলক ঠিকই স্পর্শ করেছেন কোহলি। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেছেন এই ব্যাটার। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির রান ছিল ৯৮৯। এই ম্যাচে ১২ রান করায় কোহলির এই ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে মোট রান গিয়ে দাঁড়ালো ১০০১-এ।