• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বিশ্বকাপে ক্যামেরুনের কাছে কখনো হারেনি ব্রাজিল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

বিশ্বকাপে ক্যামেরুনের কাছে কখনো হারেনি ব্রাজিল                   
কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের খেলায় আজ মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে মাঠের লড়াইয়ের আগে দুই দলের অতীত লড়াইয়ে ব্রাজিলের কাছে হার মেনেছে ক্যামেরুন।
 
বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে একটা পয়েন্ট পেলেই গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের। অবশ্য গ্রুপের অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সুইসরা পয়েন্ট হারালে এমনিতেও গ্রুপ সেরা হবে ব্রাজিল। 

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। বাকি এক ম্যাচে জয় পেয়েছে ক্যামেরুন। কোন ম্যাচই ড্র কিংবা পরিত্যক্ত হয়নি।

অতীতের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায়, ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ক্যামেরুনের কাছে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে খেলেছিলেন ব্রাজিলের সোনালি প্রজন্মের একঝাঁক তারকা। তারকাখচিত ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। 

বিশ্বকাপের ইতিহাস বলে এখন পর্যন্ত দুই দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে। প্রথমবার ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে ২-০ গোলের ব্যবধানে। পরেরবার ২০১৪ সালে সেলেসাওরা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ক্যামেরুনকে।