• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

টাইব্রেকারে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

টাইব্রেকারে ওমানকে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৭-৬ গোলে ওমানকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় খেলা। বাংলাদেশ দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ৫৩ মিনিটে রাকিবুল হাসান রকি গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। খেলার বাকি সময় কোনো দল গোল করতে না পারায় পেনাল্টি শ্যুটআউটে গড়ায়।

দুই দলই পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ হিটে তিনটি করে গোল করে। এরপর সাডেন ডেথে খেলার ফলাফল নির্ধারণ হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।