• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘আগুন লেগেছে আদিল রশিদের!’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। যেখানে মিরপুরে পেসারদের গতির ঝড়ের সঙ্গে ঘূর্ণি দেখিয়েছেন ইংলিশ স্পিনাররাও। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই সেট ব্যাটারকে ফেরান লেগ-স্পিনার আদিল রশিদ।

দলের জন্য তার এই অবদানের পর ইংলিশরা সেটি উদযাপন করেছে অনলাইনেও। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদকে বাংলাতেই অভ্যর্থনা জানিয়েছে তারা। 

এদিন উইকেটে থিতু হতে থাকা মুশফিকুর রহিমকে রানের জন্য বেশ কাঠখড় পোহাতে হচ্ছিল। ৫১ রানে দুই ওপেনারের বিদায়ে বেশ চাপে পড়ে যায় টাইগাররা। পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করতে থাকেন মুশফিক।

৩৪ রানে মুশির রান যখন ১৭, তখনই উইকেটে আঘাত হানেন আদিল রশিদ। দলীয় স্কোর তখনো একশ’র অঙ্ক ছুঁতে পারেনি। এরপর সাকিব আল হাসান দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন শান্ত। তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। তখন স্কোর কতটা বাড়িয়ে নেওয়া যায় সেই চিন্তাই ছিল টাইগারদের। 

কিন্তু তাতে আবারও বাধ সাধেন রশিদ। ব্যক্তিগত ৫৮ রানেই  তিনি শান্তকে ফেরান। এরপর রশিদের উদযাপনে অনলাইনে সঙ্গী হয় ইংল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেইজ। সেখানে একটি আগুনের ইমোজির সঙ্গে তারা বাংলায় লেখেন, ‘আগুন লেগেছে আদিল রশিদের’।