• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

২০০ টাকায় দেখা যাবে টাইগারদের শেষ ম্যাচ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। অন্যদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে স্নায়ু চাপে টাইগার শিবির।  

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে তৃতীয় ওয়ানডের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

চট্টগ্রামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিও অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ও টি-২০ ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিত রেখেছে বিসিবি। 

মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। চট্টগ্রামের ম্যাচের জন্যও একই মূল্যের টিকিট ছাড়ছে বিসিবি। ওয়ানডে টিকিটের দাম ও টি-২০ ম্যাচের টিকিটের দামও একই।

গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। ক্লাব হাউজ ও ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৩০০ টাকা। আর ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

বিসিবি সূত্র জানিয়েছে, ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট।