• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই- প্রধানমন্ত্রী বউয়ের সঙ্গে ঝগড়া, হুমকি দিয়ে শ্বশুরবাড়ি ভাংচুর করল ঘরজামাই মোমেন-সান ওয়েইডং বৈঠক: শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ

এশিয়া কাপে সোনা জিতলো দিয়া-রুবেল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

 
এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি। রোববার (১৯ মার্চ) রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে কাজাখস্তানকে (৫-৩) সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন বাংলাদেশের এই জুটি।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) চাইনিজ তাইপে এশিয়া কাপের আসরের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে (৫-১) সেট পয়েন্টে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে ফাইনালের টিকিট কেটেছিল দিয়া-রুবেল জুটি। তবে সেমিফাইনালে আসার পথে কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ৬-২ সেটে হারিয়েছিল বাংলাদেশের এই দুই আরচ্যার। তারপর সেমিফাইনালে আসে তারা। 

অন্যদিকে দিনের প্রথম সেমিফাইনালে ফিলিপাইনকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান। এদিকে দুই সেমিফাইনালে হারা দলগুলোকে নিয়ে ব্রোঞ্জের লড়াই অনুষ্ঠিত হয়। সেখানে ফিলিপাইনকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে অস্ট্রেলিয়া। 

এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।