• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রাতেই মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৩  

বিশ্ব ফুটবলের পরাশক্তি দল লাতিন আমেরিকা দেশ ব্রাজিল। নিজেদের শক্তিশালী ও ছন্দময় ফুটবলের জাদুতে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে সেলেসাওরা। এজন্য তাদের যেকোনো ম্যাচই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ভক্তরাও অধীর আগ্রহে বসে থাকেন প্রিয় দলের খেলা কবে দেখতে পাবেন।

আগামী ২০ মে থেকে আর্জেন্টিনায় পর্দা উঠছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপের জন্য আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিল। এবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চায় দলটি। এজন্য প্রস্তুতি ম্যাচ খেলবে নেইমার-রাফিনহোদের উত্তরসূরীরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন ম্যাচে শুক্রবার (১২ মে) মাঠে নামছে ব্রাজিলের যুবারা। 

ব্রাজিলের স্থানীয় ক্লাব বুটাফোগো অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা। বিশ্বকাপের আগে নিজেদের দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যেই এই অনুশীলন ম্যাচে মাঠে নামবে তারা। ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে আর্জেন্টিনার উদ্দেশে আগামী সপ্তাহে দেশ ছাড়বে ব্রাজিলের ফুটবলাররা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ডি’তে। এই গ্রুপে ব্রাজিল ছাড়া আরও রয়েছে নাইজেরিয়া, ইতালি এবং ডোমিনিকান রিপাবলিক। 

আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ২১ মে। প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।