• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে আলবিসেলেস্তে অধিনায়ক মেসিকে ছাড়াই মাঠে নামে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে ঝামেলা পোহাতে হয়নি লিওনেল স্কালোনির শিষ্যদের।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় বলিভিয়ার লা পাজে স্বাগতিকদের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে আলবিসেলেস্তেরা জয় পায় ৩-০ গোলে। আর্জেন্টিনার হয়ে গোল করেন এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।

এদিন মাঠে নামার আগে আলবিসেলেস্তেদের বড় ভয় ছিল লা পাজের উচ্চতা। শেষ পর্যন্ত সেই উচ্চতাকে জয় করেই ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ইকুয়েডর ম্যাচের পরই মেসিকে নিয়ে শঙ্কা ছিল। বলিভিয়ার বিপক্ষে হয়তো নাও খেলতে পারেন এলএমটেন। সেই শঙ্কা সত্যতায় রূপ দিলেন কোচ লিওনেল স্কালোনি। 

শুধু একাদশেই  নয়, স্কোয়াডেই দলের সেরা তারকাকে রাখেননি তিনি। তবে ডাগআউটে মাঠে বসে ঠিকই সতীর্থদের উজ্জীবিত করেছেন সুপার স্টার। তবে মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা জিততে জানে তা মাঠের খেলায় প্রমাণ দিলো। লা পাজের উচ্চতা জয় করে শেষ হাসি হেসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার লা পাজে এদিন শুরু থেকেই বলের দখলে ছিল সফরকারীরা। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই লিড আর্জেন্টিনার। অ্যাঞ্জেলো ডি মারিয়ার পাসে পূর্ণতা দেন কাতার বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কার পাওয়া এঞ্জো ফার্নান্দেজ।

বলিভিয়ার জন্য মরার উপর খারার ঘা হয়ে আসে রবার্তো ফার্নান্দেজের লাল কার্ড। এতে বিরতির আগেই ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এরপরই ডি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুন করেন নিকোলাস তাগলিয়াফিকো।

বিরতির পরও আধিপত্য আলবিসেলেস্তেদের। শেষ মুহূর্তে জয়ের আনন্দ বড় করেন নিকোলাস গঞ্জালেস। বিশ্বকাপ বাছাইয়ে ২ ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তে।