• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

যেখানে উড়ছেন রোনালদো

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিয়মিত রেকর্ড গড়ছেন এবং ভাঙছেন। বর্তমানে তার ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৫। সৌদি প্রো লিগে আজ আল নাসরের ৩-১ গোলের জয়ে শেষ গোলটি করেছেন পর্তুগিজ কিংবদন্তি।

আল রায়েদের মাঠে বিরতির ঠিক আগে আল নাসরের প্রথম গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড তালিসকা। 

খেলার ৭৮ মিনিটে এই তালিসকার পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে বা পায়ের তীব্র শটে গোল করেন রোনালদো।

চলতি লিগে ৫ ম্যাচে রোনালদোর এটি সপ্তম গোল। সব মিলিয়ে ২৪ ম্যাচে সৌদি ক্লাবটির হয়ে ২১ গোল করলেন তিনি। ৯৭৩ ক্লাব ম্যাচে তার গোল দাড়ালো ৭২২। পর্তুগালের হয়ে ২০১ ম্যাচে ১২৩ গোল রয়েছে রোনালদোর।