• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

শিরোপার মঞ্চে উঠতে আর্জেন্টিনার ‘বাধা’ যে দল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনার। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলে মাঠের পারফরম্যান্সে চলতি বছরটাও দারুণ যাচ্ছে আলবিসেলেস্তেদের। মূল দল থেকে শুরু করে যুব দলও পাচ্ছে সাফল্যের দেখা। 

শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা। ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়বে মেসির উত্তরসূরীরা।

শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার যুবাদের লড়তে হবে শক্তিশালী জার্মানির বিপক্ষে। আগামী মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।

গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ৩ ম্যাচের ২টিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ পায় তারা। ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মেসির উত্তরসূরীরা।