• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডো রয়েছে। যেখানে ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলতে চান জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ফেডারেশনও তাই চাচ্ছে।

তবে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে এখানে আসতে তেমন কোনো আগ্রহ দেখায়নি ভুটান। যার ফলে প্রাথমিকভাবে ৬ ও ৯ সেপ্টেম্বর নির্ধারিত দুটি ম্যাচ ভুটানে হওয়ার সম্ভাবনাই বেশি।

ফিফা র‌্যাংকিংয়ে ভুটানের অবস্থান ১৮২ নম্বরে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। তবে ভুটানের মাটিতে তাদের হারানো বেশ চ্যালেঞ্জিং। আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত ৪ নম্বর পটে আছে বাংলাদেশ।

ডিসেম্বরে এই টুর্নামেন্টের ড্র হবে। তখনও যদি ৪ নম্বর পটে থাকে তাহলে গ্রুপে থাকা বাকি তিনটি দল বাংলাদেশের জন্য হবে কঠিন প্রতিপক্ষ। আর তাই বাংলাদেশ চাইছে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলে র‌্যাংকিং বাড়িয়ে নিতে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘অনেকেই বলেন, কেন আমরা ভুটানের সঙ্গে খেলবো। কিন্তু আমাদের সামনে এখন একমাত্র ভুটানই আছে। তাদের হারাতে পারলে আমাদের র‌্যাংকিং বাড়বে। আমরা ৩ নম্বর পটেও যেতে পারি। ভুটানের সঙ্গে খেলার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য।’

ভুটানের সঙ্গে ম্যাচ দুটি মোটামুটি নিশ্চিত। কিন্তু ভুটান বাংলাদেশে আসতে চাচ্ছে না। আগামীকাল সোমবার জানা যাবে তারা আসবে কি না। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার কথা চলছে বহুদিন ধরেই।

তবে সেপ্টেম্বরের উইন্ডোতে হামজাকে খেলানো সম্ভব হবে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা থেকে ইতিবাচক সাড়া পেলে নভেম্বরের উইন্ডোতে হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ব্যাপারে আশাবাদী ফেডারেশন।