• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

সাজঘরে তিন পাকিস্তানি ব্যাটার, বাংলাদেশের উড়ন্ত সূচনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

হাসান মাহমুদের পর বল হাতে উইকেট শিকারের যাত্রায় যুক্ত হলেন শরিফুল ইসলাম। বাংলাদেশি দুই পেসারের আঘাতে ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়েছে পাকিস্তান। টসে জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টে পেয়েছে উড়ন্ত সূচনা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬ রান। সাইম আইয়ুব ৫  রানে ক্রিজে আছেন ।

শরিফুলের স্টাম্পের ভেতরে ঢুকতে থাকা বল পাকিস্তানি অধিনায়ক শান মাসুদের ব্যাটের কোণায় লেগে উইকেটরক্ষক লিটস দাসের গ্লাভসঃবলদি হয়। ফিল্ডাররা আউটের আবেদম করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টিভি রিপ্লেতে স্নিকো মিটারে ব্যাটে বল লেগেছে দেখার পর তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন ব্যাটার আউট। শান মাসুদ ৬ রানে ড্রেসিং রুমের পথ ধরেন।

তারকা ব্যাটার বাবর আজম রানের খাতা খুলতেই পারেননি। শরিফুলের লেগ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে বিপদে পড়েন। লিটন দাস বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন।

এর আগে পেসার হাসান মাহমুদের চতুর্থ ওভারের তৃতীয় বলটি ওভারপিচ করে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালিয়ে বসলে গালি অঞ্চলে থাকা জাকির হাসান অ্যাক্রোবেটিকভাবে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। তিন রান করে মাঠ ছাড়েন স্বাগতিক দলের ওপেনার।

 বুধবার নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ায় । টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচ। টেস্টের প্রথম দিনের বাকি সময়ে ৪৮ ওভার খেলা গড়াবে।  ৫টা ২০ থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে চা পানের বিরতি। সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলা চলবে। তবে দুই আম্পায়ার চাইলে দিনের নির্ধারিত ওভার শেষের জন্য আরো আধা ঘন্টা ম্যাচ চালিয়ে নিতে পারবেন।