• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

মাসুদের বিদায় পর জীবন পেলেন বাবর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪  

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের  দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১৪ রান করে লিটন দাসের ক্যাচে পরিণত হন। বোলার ছিলেন হাসান মাহমুদ। তবে মাসুদের ক্যাচ নেওয়া লিটন পরের ওভারে শরীফুল ইসলামের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। বাংলাদেশের চেয়ে তারা এখনো ৫৭ রানে পিছিয়ে রয়েছে। আবদুল্লাহ শফিক ২২ ও বাবর আজম ১৬ রানে ক্রিজে আছেন।

স্বাগতিকদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার জবাবে বাংলাদেশের ৫৬৫ রানে অলআউট হয়। পাকিস্তানের চেয়ে ১১৭ রানে এগিয়ে থেকে সফরকারীরা ফিল্ডিংয়ে নামে। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল এক উইকেটে ২৩ রান।