• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

রিশাদের পর টি-টেন লিগে দল পেলেন বিজয়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

জিম-আফ্রো টি-টেন লিগেও ড্রাফটের আগে হারারে বোল্টস ফ্র্যাঞ্চাইজি সরাসরি দল পেয়েছিলেন রিশাদ হোসেন। এবার ড্রাফটে আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়কে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস।

ড্রাফটের ‘সি’ ক্যাটাগরি থেকে বিজয়কে দলে টানে বুলাওয়ে ব্রেভস। ফ্র্যাঞ্চাইজিটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। দলে আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, শ্রীলংকার আকিলা ধনঞ্জয়া। কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।

এর আগে সরাসরি ভিত্তিতে হারারে বোল্টস রিশাদ হোসেনের সঙ্গে দাসুন শানাকা, জেমস নিশাম, জর্জ মুনশি, সেহান জয়সুরিয়া ও কেনার লুইসকে দলে নিয়েছে।

চলতি বছর টি-২০ বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি-২০তে ডাক পান রিশাদ। যদিও ওই সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তার আর লিগটিতে খেলা হয়নি। এরপর সম্প্রতি তাকে দলে ভেড়ায় বিগ ব্যাশের দল হোবার্ট।

হারারেতে এবারের আসর আগামী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ওই সময়ে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে। ফলে বোর্ডের ছাড়পত্র পেলে প্রথমবার জিম-আফ্রোতে দেখা যেতে পারে লেগস্পিনার রিশাদকে। জাতীয় দলে জায়গা না পেলে বিজয়ও এবার আসরটিতে খেলবেন।

জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসরে গত বছর জোবার্গ বাফেলোর হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেন তাসকিন আহমেদ।