• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অজ্ঞাত থেকেই মারা গেলেন বৃদ্ধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

৬৭ বছরের বৃদ্ধটি অজ্ঞাত অবস্থায় এসেছিলেন চিকিৎসা করাতে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে। দীর্ঘ ৫ মাসে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন তিনি। তার ঠিকানা ছিল হাসপাতালেই। সেই বৃদ্ধ অজ্ঞাতই থেকে গেল অজ্ঞাতনামায়। মঙ্গলবার ভোরে হাসপাতালে ঘুমের মধ্যেই তার মৃত্যু ঘটে। অজ্ঞাত নামা বলেই আইনগত ব্যবস্থার মাধ্যমে বিকালে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। আর দাফনের সকল ব্যবস্থা করেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, বেওয়ারীশ হওয়ায় রংপুর পুলিশ ব্যুরো অব ইভেস্টকেশন (পিআইবি) তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র বের করা হবে এই বৃদ্ধের। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। 

পুলিশের সুত্র মতে, ২০১৯ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অজ্ঞাত এই বৃদ্ধকে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নীলফামারীর দারোয়ারী নামক সড়কের ধারে। সর্ব শরীর ঘা এর কারনে পচন ধরেছিল। পুলিশের সহায়তায় এলাকাবাসী সেদিন এই বৃদ্ধকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। সেই থেকে এই বৃদ্ধ হাসপাতালের ঠিকানায় অজ্ঞাত অবস্থায় চিকিৎসাধীন ছিল। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, দীর্ঘ ৫ মাস চিকিৎসায় বৃদ্ধ সুস্থ হয়ে উঠেছিল। ওই সময় আমরা তার নাম ঠিকানা জানার চেষ্টা করে ব্যর্থ হই। অজ্ঞাত এই বৃদ্ধ কোন কিছুই বলতে পারেনি। আইনগত ব্যবস্থা গ্রহন করে পুলিশের উপস্থিতে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।