• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

অজ্ঞাত লাশ নিয়ে বিপাকে পার্বতীপুর হাসপাতাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত এক বৃদ্ধের লাশ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পার্বতীপুর মডেল থানা পুলিশকে সংবাদ দেয়া হলেও তারা লাশ নিতে অপারগতা প্রকাশ করে।

এদিকে, এরই মধ্যে লাশ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অন্যান্য রোগীরাও পড়েছেন চরম দুর্ভোগে।

হাসপাতালের সাব অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার (এস,এ,সি,এমও) মাহামুদা জানান, শুক্রবার দুপুর দেড়টায় কয়েকব্যক্তি মাথায় রক্তাক্ত জখম গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে জরুরি বিভাগে ভর্তি করায়। তারপর তারা নিজেদের ও আহত ব্যক্তির নাম ঠিকানা না জানিয়ে সটকে পড়েন। তবে তারা ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের আহত হওয়ার সংবাদ জানিয়ে ভর্তি করেছিলেন।

আরেক চিকিৎসক উপেন্দ্রনাথ রায় জানান, তিনি দায়িত্ব থাকার সময়ে বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই বৃদ্ধ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফি জানান, তিনি পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমানের সঙ্গে কথা বলেছেন। ওসি এ লাশ নিতে অপারগতা প্রকাশ করেছেন।

ওসি মোখলেছুর রহমান জানান, আহত বৃদ্ধকে ভর্তি করানোর সময় থানা কর্তৃপক্ষকে অবগত করানোর নিয়ম থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা করেননি।