• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

অন্নের জমিতে জামাত নেতার হামলা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

ডিমলায় জমির সীমানা নিয়ে  হামলায় আহত হয়েছে ৩ জন এবং দেড় লাখ টাকা লুট করেছে বিরোধীরা । এর জের ধরে প্রতিপক্ষের হামলায় একটি পরিবারের মহিলা সহ ৩ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ওই পরিবারের নগদ দেড় লাখ টাকা লুট ও বাড়ি ঘর ভাংচুর ও খড়ের গাদায় অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। সোমবার(২৬-নভেম্বর) সকালে ঘটনটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামে। আহত রাহেদুল ইসলাম মিষ্টার (৪৫), স্ত্রী অলিমা বেগম (৩৮) ও ভাতিয়া হালিনুর (২৫) কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওই গ্রামের বাঁশ ব্যবসায়ী রাহেদুল ইসলাম মিষ্টার অভিযোগ করে জানায় একই গ্রামের জামায়াতর রোকন সদস্য রফিকুল ইসলাম জমির সীমানা নিয়ে তার সাথে বিরোধে জড়িয়ে পড়ে। জামায়াতের রোকন রফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী মজনু (২৮), জাকারিয়া (২৮), মনজুরুল (২৫), আব্বাস আলী (৫০), আইজুল (৫৫) সহ ১৫/১৬জন তার বাড়ীতে হালমা চালায়। এ সময় হামলাকারীরা তাদের বেধড়ক মারপিট করলে তিনি সহ তার স্ত্রী ও ভাতিজা আহত হয়। এরপর হামলাকারীরা বাড়ীতে ব্যাপক ভাংচুর করে ঘরের ভেতর ট্রাংকে থাকা নগদ ১ লাখ ৫০হাজার টাকা লুট করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে রফিকুল ইসলামের লোকজন বাড়ীর উঠানে খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ডিমলা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ডিমলা থানার ওসি (তদন্ত) হারিছুল ইসলাম জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।