• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

অপহরণের ১৫ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

অপহরণের ১৫ দিন পার হলেও খোঁজ মেলেনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো. ইউনুছ ভূঁইয়ার। তিনি বেঁচে আছেন কিনা, এ নিয়ে স্বজনদের মাঝে ক্রমেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। অপহৃত ইউনুছ উপজেলার আড়াইসিধা ইউপির দগরীসার গ্রামের আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় গ্যারেজ ব্যবসায়ী।

এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি থানায় মামলা করেন অপহৃতের স্ত্রী পারভীন আক্তার। এর আগে ২ ফেব্রুয়ারি একই ঘটনায় একটি জিডি করা হয়।

পারভীন আক্তার জানান, ৩১ জানুয়ারি রাতে অজ্ঞাত এক ব্যক্তি ইমোতে কল করে তার স্বামীকে শেষ খাবার খেয়ে নেয়ার জন্য হুমকি দেন। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে থেকে অজ্ঞাত আট-দশজন লোক তার স্বামীকে নিয়ে যায়। এরপর থেকেই তার ব্যবহৃত দুইটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

তিনি জানান, ৪ ফেব্রুয়ারি অপহরণকারীরা ০১৮৯২-৫৬৯১৪৭ নম্বর থেকে তার কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দিতে রাজি হলে কিছু টাকা পাঠাতে বলেন তারা। তাদের কথা মতো তিনি ০১৮১৪-৬০৮৮৫৯ এ নম্বরে পাঁচ হাজার একশ টাকা পাঠান। পরে আর কোনো কল না করে মোবাইল বন্ধ রাখেন।

পারভীন আরো জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। প্রতিপক্ষের লোকজন এরইমধ্যে তার স্বামীকে বেশ কয়েকবার হুমকিও দেন।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, অপহৃত ইউনুছকে উদ্ধারে পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে।