• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- নিজের বাড়ির সামনে অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কৃষিজমি রক্ষায় নতুন রাস্তা না করে বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল করার প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরত বেকারদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা আবার বিদেশ গিয়ে আরও বেশি আয় করতে পারেন। এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রকল্প পাস হওয়া মানেই টাকা খরচ নয়। আমরা প্রকল্প চলমান সময়ে নজরদারি করছি, ভবিষ্যতে আরও জোরদার করব।”