• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অভয়াশ্রমে মাছ শিকার করায় ১০জনের কারাদন্ড ও জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় মাছের অভয়াশ্রমে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার অভিযোগে ৮ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   

গতকাল শনিবার ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। ৭ দিনের বিনাশ্রম করাদন্ড প্রাপ্তরা হলেন ছিট চিলারং ইউনিয়নের রতন শাহ (২৭), পৌর এলাকার মুন্সিপাড়ার সামসুল হক (৪৭) ও তরিকুল ইসলাম (২৭) এবং একই এলাকার সোহাগ (৩২), আকচা দেবিগঞ্জ এলাকার বাবুল হোসেন (১৮), পৌর এলাকার নিশ্চিন্তপুরের মোবারক আলী (৮০), আকচা ইউনিয়নের সুবল রায় (৩৫), পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুরের শফিকুল ইসলাম (৫৫)। এছাড়াও মাছ শিকারে সহায়তা করায় আর্থিক জরিমানা করা হয়েছে আকচা লালবাজার এলাকার তরিকুল ইসলাম (২১) ও ওমর আলী (৬৭)। 

নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারায় ৮ জনকে ৭ দিনের করাদন্ড ও সহায়তা করায় ২ জনকে ১ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা  হয়েছে।