• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অস্ত্রের কোপে ঠাকুরগাঁও প্রেসক্লাব সম্পাদকসহ আহত-২, আটক-১

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

ধারালো অস্ত্রের কোপে এনটিভি ঠাকুরগাঁও প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ ২জন আহত হয়েছে। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আরেকজন লুৎফর রহমান মিঠুর বন্ধু সাদেকুল ইসলাম সাদিক। 

রবিবার দুপুর পৌনে ৩টায় শহরের বাজার পাড়াস্থ নিজ বাড়ি প্রবেশ করার সময় রাস্তার উপরেই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। 

এ ঘটনায় বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করেছে পুলিশ। বাপ্পী পৌরশহরের বাজারপাড়ার নজরুল ইসলামের ছেলে। 

আহত এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু জানায়, বাড়িতে প্রবেশ করার সময় গেটের পাশেরই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোন কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপায়। এসময় তার বন্ধু সাদিক বাঁধা দিলে তাকেও যখম করে। চিৎকার করলে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সিভিল সার্জন ডা: আনোয়ারুল ইসলাম জানান, আহত দুজন শঙ্কা মুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে বাপ্পিকে আটক করেছে। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ স্থানীয় সাংবাদিকরা।