• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আজ রংপুর মেরিন অ্যাকাডেমি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২১  

উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নয় বছর ধরে প্রায় এক শ কোটি টাকা ব্যয়ে নির্মিত রংপুর মেরিন অ্যাকাডেমি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়।

রংপুর গণপূর্ত বিভাগ জানিয়েছে, পীরগঞ্জের ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় ২০১২ সালের জুলাই মাসে রংপুর মেরিন অ্যাকাডেমির নির্মাণ শুরু হয়। প্রায় এক শ কোটি টাকার এই প্রকল্প ২০১৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় দুইবার গণপূর্তের রেট শিডিউল বদলের কারণে সংশোধিত ডিপিপি প্রণয়ন ও অনুমোদনে সময় লেগে যায়। পরে ২০২০ সালে জুন মাস পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেয়া হয়।

মেরিন অ্যাকাডেমি প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে। দশ একর জমির ওপর এ শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন ছাড়াও প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুলসহ ৩৫টি অবকাঠামো রয়েছে। অত্যাধুনিক প্রশিক্ষণ ভবনের পাশাপাশি রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুর।

এ ছাড়া ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের জন্য অ্যাকাডেমিক ভবনের ছাদে বসানো হয়েছে বিশাল সোলার প্যানেল।

ইউএনও বিরোদা রাণী রায় বলেন, ‘মেরিন অ্যাকাডেমিটি সম্পূর্ণভাবে প্রস্তুত। আজ উদ্বোধন হবে।’

তিনি বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি থেকে মেরিন অ্যাকাডেমির শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। ভর্তি হওয়া ক্যাডেটরা আপাতত চট্টগ্রাম মেরিন অ্যাকাডেমিতে সংযুক্ত আছে। আগামী জুলাই মাসে তারা এখানে শিফট হবে।’

মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম সরকার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কারিকুলাম মোতাবেক চার বছর মেয়াদের কোর্সের প্রথম পর্যায়ে প্রতি বছর ৫০ জন করে ক্যাডেট ভর্তি হবে।’

রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল আল মামুন রনি বলেন, ‘আশা করছি এই প্রকল্প সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ অনুযায়ী মানবসম্পদ উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, দারিদ্রতা দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’