• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘আজকে সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করাই আমাদের অঙ্গীকার’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও অনেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করে না। সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো বিষবাষ্প ছড়াচ্ছে এবং আমাদের ভাষা, সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে আস্ফালন করছে। তাই সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূল করাই আজকে আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আগের মামলার রায় ইংরেজিতে পড়া হতো এবং দেওয়া হতো, তা এখন বাংলাতে করার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের আরেকটা লক্ষ্য হলো, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা যেন করা হয়।

স্বাস্থ্যবিধির না মানার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করার। আমাদের নেতাকর্মীদের মুখে মাস্ক ছিল। তবে অনেক নেতা-কর্মী থাকায় আর এত বড় একটি সমাবেশ; কর্তৃপক্ষেরও স্ব্যাস্থবিধির বিষয়টা দেখা কঠিন।