• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আটোয়ারীতে জেলা পুলিশের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২০  

“আইন কানুন সহ সরকারি নির্দেশনা পালন করে পুলিশকে সহায়তা করুন” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা পুলিশ বিভাগের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে শনিবার (২৩ মে) সকালে আটোয়ারী থানায় চলমান করোনা দুর্যোগে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে এসব উপহার সামগ্রী দেওয়া হয়। 

আটোয়ারী থানার সাব-ইনস্পেক্টর মো: শাহীনুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ মো: ইজার উদ্দীন এবং ওসি (তদন্ত) বাবু জয়ন্ত কুমার সাহা। এ সময় থানার অন্যান্য অফিসারগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

চলমান করোনা দুর্যোগে প্রত্যেক ইউনিয়ন হতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের তালিকা তৈরি করে শতাধিক মানুষকে ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি এবং তেল এক লিটার।