• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আদিতমারীর সাপ্টিবাড়ি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯  

লালমনিরহাটের আদিতমারীতে উপ-নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে অনন্ত কুমার বিজয়ী হয়েছেন। উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের উপ-নির্বাচনে অনন্ত কুমার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার( ২৫ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু সাঈম এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে অনন্ত কুমার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুর হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট। ভোটের ফলাফল হিসাবে ৩৭ ভোটে বিজয়ী হয়েছেন নৌকা প্রার্থী।

নির্বাচন অফিস সূত্র জানায়, সাপ্টিবাড়ী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৫১। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৩৫ এবং মহিলা ভোটার ৯ হাজার ৭৩০।

সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের শূন্য আসনের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, অনন্ত কুমার (নৌকা), আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) , এনামুল হক মাস্টার (ঘোড়া), আসাদুজ্জামান (আনারস) ও রইচ উদ্দিন ( অটোরিক্সা)

উল্লেখ্য, আদিতমারী উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।