• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

আফ্রিকার বুরকিনা ফাসোয় গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১৪

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে।

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার ওই গির্জায় গতকাল রোববার অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়।

এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। কী কারণে এ হামলা, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে বিশিরভাগই তথাকথিত জিহাদিগোষ্ঠীর হামলায় মারা গেছে। এ নিয়ে প্রতিবেশী দেশ মালির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে রোববারের হামলার পর এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে হামলায় বহু মানুষ আহত হয়েছে।

বুরকিনা ফাসোর আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য বর্তা সংস্থা এএফপিকে জানিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় ‘পাদ্রী ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছে।’

আরেকটি সূত্র জানিয়েছে, হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়।

গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত ও দুই ব্যক্তি গুরুতর আহত হন। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় জিহাদি হামলা বেড়ে চলেছে। এ কারণে দেশটির কয়েক হাজার স্কুল বন্ধু করে দেয়া হয়েছে।