• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আবরার স্মরণে সারাদেশে আজ ছাত্রলীগের শোক র‍্যালি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আবরার ফাহাদ স্মরণে আজ শোক র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ এর দফতর সম্পাদক আহসান হাবিব, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৭ অক্টোবর ২০১৯ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে-বাংলা হলে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়৷ এ হত্যাকাণ্ডটি ছাত্রসমাজসহ সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে নাড়া দেয়।

বিবৃতিতে আরো জানানো হয়, আয়োজিত শোকর‍্যালি বৃহস্পতিবার সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হবে।

এছাড়াও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি দুপুর দুইটার মধ্যে পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।