• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আবার জুটি বাধলেন ইমন-সারিকা!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

আসছে বছরের বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নির্মিত একক নাটক 'ঘাস ফড়িংয়ের প্রেম' এ জুটি বেধে অভিনয় করলেন অভিনেতা ইমন ও মডেল অভিনেত্রী সারিকা সাবরিন। এ নাটকটি নির্মাণ করেছেন তারেক রহমান। এতে আরো অভিনয় করেছেন মারজুক রাসেল, মনিরা মিঠুসহ অনেকে।

রাজধানীর অদূরে পূর্বাচলে শনিবার এ নাটকটির শুটিং শুরু হয়। এ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও উত্তরার বেশ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে।

'ঘাস ফড়িংয়ের প্রেম' এ দেখা যাবে ইমন আর সারিকা দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। মারুজুক রাসেল ইমনের ক্লোজ বড় ভাই। সে একজন নাম করা চিত্রশিল্পী। দুজনে এক সঙ্গে থাকে। মারজুক রাসেল প্রেমে ছ্যাকা খায়ার পর কোন দিন বিয়ে করবে না বলে ঠিক করে। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর মায়ের অনুরোধে বিয়ে করতে রাজি হয়।

 

1.আবারো জুটি বাধলেন ইমন-সারিকা

মজার বিষয় হল, মারজুক রাসেল যে মেয়েটিকে দেখার জন্য যাবে, সেই মেয়েটি হল তার ইউনিভার্সিটির। মারজুকের বয়সের জন্য সারিকা তাকে প্রত্যাখান করেন। মারজুক তখন বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়। দিন এবং সময়ের ব্যাবধানে ইমন সারিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যাবে নাটকটির কাহিনী।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, আমি সিনেমার বাহিরে কিছু নাটকে অভিনয় করি। যেসব নাটকে তাড়াহুড়ো নেই, গল্প ভালো, লোকেশনের মধ্যে বৈচিত্রতা আছে। তেমনই একটি নাটক 'ঘাস ফড়িংয়ের প্রেম'- নাটকের গল্পের মধ্যে নতুনত্ব আছে। ভার্সিটির দৃশ্য করতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। পূর্বাচলে, উত্তরায় ভিন্ন ভিন্ন দিন শুটিং হচ্ছে। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।

নির্মাতা তারেক রহমান জানান, আসছে ভালবাসা দিবসে 'ঘাস ফড়িংয়ের প্রেম' নাটকটি যেকোন একটি বেসরকারি চ্যানেল সম্প্রচারিত হবে।