• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

আবারও অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন অনন্ত জলিল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

দুস্থদের সেবা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অভিনেতা এবং প্রযোজক অনন্ত জলিল। করোনা মহামারির শুরু থেকেই বিভিন্ন সময়ে সাধারান মানুষের পাশাপাশি চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন অনন্ত জলিল। সেই ধারাবাহিকতায় আবারও চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই নায়ক।

আগামী শনিবার(১১ জুলাই) তিনি ২০০ জন অসচ্ছল শিল্পীদেরকে এফডিসিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং শিল্পী সমিতির ফান্ডে নগদ ৫ লাখ টাকা দিবেন বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খাঁন।

জায়েদ খান বলেন, 'এর আগে আমরা শিল্পী সমিতির পক্ষ্য থেকে অনন্ত জলিল ভাইকে সমিতির ফান্ডে কিছু আর্থিক সহযোগিতা এবং করোনাকালীন এই সময়ে অসচ্ছল শিল্পীদের জন্য খাদ্য সামগ্রী উপহার প্রদানের জন্য অনুরোধ করেছিলাম। তিনি আমার কথার প্রতি সন্মান রেখেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ কেননা করোনার শুরু থেকে আমাদের পাশে তিনি ছায়ার মত আছেন।'