• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আরো একটি শিরোপা জিততে চলেছে রিয়াল মাদ্রিদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। স্পেনের রাজধানীর দুই শীর্ষ দলের রোববারের এই লড়াইয়ের দিকে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। 
এই ম্যাচটি অ্যাতলেটিকো মাদ্রিদের জন্য বিশেষ কিছু। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা জয় করে অ্যাতলেটিকো মাদ্রিদ। সে ম্যাচের ধাক্কায় চাকরি হারান রিয়ালের তৎকালীন কোচ জুলেন লোপেতেগুই। সে ঘটনারই পুনরাবৃত্তি করতে চায় লস রোজিব্ল্যাঙ্কোসরা। 

কিন্তু জেদ্দাতে শিরোপা উঁচিয়ে ধরতে কঠিন পরীক্ষায় নামতে হবে তাদের। তাদের সামনে নতুন ও আরো শক্তিশালী রিয়াল মাদ্রিদের সামনে নামতে হবে। যে দলটির শেষ বার হেরেছে গত অক্টোবরের ১৯ তারিখে। 

কিন্তু তার চেয়ে বড় চিন্তার বিষয় জিনেদিন জিদান। জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ কখনই কোনো ফাইনালে হারে নি। রিয়ালের হয়ে প্রথম মেয়াদে কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতেন জিদান। আটটি ফাইনাল খেলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছেন তিনি। 

তাই ফাইনালে জিততে হলে জিদানের এই রেকর্ড ভাঙতে হবে দিয়েগো সিমিওনের দলকে। কিন্তু ‘ফাইনাল বিশেষজ্ঞ’ জিদানের কল্যাণেই আরো একটি শিরোপা হয়তো জিততে চলেছে রিয়াল মাদ্রিদ।