• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আরো বিনিয়োগ করতে তুরস্কের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

বাংলাদেশের বিভিন্ন খাতে আরো তুর্কি বিনিয়োগের আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। আঙ্কারায় অনুষ্ঠিত বাংলাদেশ তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের প্রথম দিনের বৈঠকে তিনি আহবান জানান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়।

মন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি, বিজ্ঞান প্রযুক্তি, আইসিটি, জাহাজ নির্মাণ, নৌ পরিবহন, কৃষি, শিক্ষা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে তুরস্কের বিনিয়োগের আহবান জানান।

বিশেষ করে নগরায়ণ, বেসামরিক বিমান পরিবহন পর্যটন, সাংস্কৃতিক ট্যুরিজম, মানব সম্পদ উন্নয়ন এবং বস্ত্র পাট খাতে বিনিয়োগের পাশাপাশি উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসার জন্য তুরস্কের প্রতি আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার শুরু হওয়া বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিসহ ১৫টি খাত তুলে ধরা হয়।