• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আরো ৮৮১ মেট্রিক টন পেঁয়াজ এল মিয়ানমার থেকে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। শনিবার এসেছে ৮৮১ মেট্রিক টন পেঁয়াজ।

এ নিয়ে ডিসেম্বর মাসেই ছয় দফায় পাঁচ হাজার ৪৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন বলেন, ২৯ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরপর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে ৫০ হাজার ৫০৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকছেন। এ কারণে অন্যান্য পণ্যের পাশাপাশি পেঁয়াজের আমদানি বাড়ছে।