• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আলোচিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ ৯টি বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

দশম জাতীয় সংসদের ২৩তম ও সর্বশেষ অধিবেশনে পাস হওয়া ৯টি বিলে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেন। এসব বিলের মধ্যে অন্যতম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল-২০১৮। এই সম্মতির মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো।

এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের বিধান রাখা হয়েছে। অপরাধগুলোর মধ্যে রয়েছে ইয়াবা (অ্যামফিটামিন), কোকেন, হেরোইন পরিবহন, কেনাবেচা, ব্যবসা, সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর, সরবরাহ ইত্যাদি। তবে বহনের পরিমাণ অনুযায়ী সাজা কমবেশি হতে পারে। এসব অপরাধ সংঘটনে অর্থ বিনিয়োগ, সরবরাহ, মদদ ও পৃষ্ঠপোষকতায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের জন্যও শাস্তির বিধান একই থাকবে। যার ফলে অর্থলগ্নি, পৃষ্ঠপোষকতা, মদদদাতা সবাই শাস্তির আওতায় আনা যাবে। এতে করে মাদকের মাস্টারমাইন্ড বা গডফাদাররা বিচারের আওতায় চলে আসবে। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এই আইন কার্যকর ভূমিকা রাখবে।

আজকের রাষ্ট্রপতি স্বাক্ষরিত অন্য বিল হলো- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল-২০১৮, বাংলাদেশ সংবাদ সংস্থা বিল-২০১৮, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল-২০১৮, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল-২০১৮, মৎস্য সঙ্গনিরোধ বিল-২০১৮, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বিল-২০১৮ এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিল-২০১৮।