• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আল্লামা শফীর মরদেহ হাটহাজারীতে: জানাজার পর দুপুরে দাফন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা আজ শনিবার বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারীর ইউএনও রুহুল আমিন। তিনি জানান, জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে দাফন করা হবে আল্লামা শাহ আহমদ শফীকে।

ইউএনও আরো জানান, ঢাকা থেকে রাত সাড়ে ১১টার পর হাটহাজারীর উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ নিয়ে আসা হয়। শনিবার ফজরের নামাজের পর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মাদরাসার মাঠে রাখা হবে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আজগর আলী হাসপাতালে আনা হয় তাকে।