• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

আহত চড়ুইকে মুক্ত আকাশে উড়ালেন সৈয়দপুর পৌর মেয়র

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ মার্চ ২০১৯  

অসুস্থ চড়ুই পাখিকে সেবা মাধ্যমে সুস্থ করে আকাশে ছেড়ে দেয়া হয়েছে। ওই চড়ুই পাখিকে পৌরসভা চত্ত্বরে মুক্ত আকাশে অবমুক্ত করেন নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। 

জানা যায়, ঘটনার দিন  সকালেই পাখিটি সৈয়দপুরের বিচালী হাটি সড়কে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাখিটির ডান পায়ে আঘাতের চিহ্ন রক্ত ঝরছিল ছিল। সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সদস্যরা খবর পেয়ে পাখিটি উদ্ধার করে চিকিৎসা প্রানী সম্পদে নিয়ে চিকিৎসা করায়। পরে পাখিটি সুস্থ মনে হলে তা সৈয়দপুর পৌর মেয়রের মাধ্যমে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, পৌর ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সদস্য এসকে মামুন, কোরবান আলী, সোহেল রানা প্রমুখ।

পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার বলেন, পাখি ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সেতুবন্ধনের সকল ভাল কাজে পৌর পরিষদ সকল প্রকার সহযোগী করবে।