• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আয়কর যত বেশি আদায় হবে, উন্নয়ন ততই ত্বরান্বিত হবেঃ টিটু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

আয়কর যত বেশি আদায় হবে, উন্নয়ন ততই ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

তিনি বলেন, কর দিলে যেমন সম্মান মিলে, তেমনি করের টাকায় সরকার দ্রুত উন্নয়ন করতে পারে। সরকারের রাজস্ব বাড়ার অর্থ কর বেড়েছে। আমাদের সকলের উচিত, উন্নয়নের স্বার্থে নিয়মিত আয়কর প্রদান করা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কর অঞ্চল রংপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রসিকের প্যানেল মেয়র বলেন, রাজস্ব ফাঁকি দেওয়া মানে নিজেদের সুন্দর আগামীকে দূরে ঠেলে দেয়া। আমাদের সবার দেয়া ভ্যাট ট্যাক্সে দেশের উন্নয়ন হচ্ছে। আগামী প্রজন্মের সামনে সুন্দর উন্নত বাংলাদেশ তুলে ধরতে করদাতার সংখ্যা আরো বেশি হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মিজ্ আরিফা শাহানা, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কমিশনার শওকত আলী সাদী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ রংপুর সভাপতি মোস্তফা সোহরাব টিটু, উইমেনস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ রংপুর সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, অতিরিক্ত কর কমিশনার শেখ মনিরুজ্জামান, ট্যাকসেস বার এসোসিয়েশন রংপুর সভাপতি মাসুদ খান। এতে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুল লতিফ।

অতিথিরা বলেন, এক সময় মানুষ ভ্যাট ট্যাক্সের কথা শুনলে ভয় পেত। এখন দিন বদলের সাথে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। দিন দিন সরকারের রাজস্ব বাড়লেও প্রত্যাশানুযায়ী দেশে করদাতার সংখ্যা বাড়েনি। আমাদের সবাইকে সামর্থ্যানুযায়ী কর দেয়ার অভ্যাস করতে হবে। বাকি রাখা খাজনা, মোটেও ভালো কাজ না।

অনুষ্ঠানে কর অঞ্চল রংপুরের আওতাধীন জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৫৬ জনকে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন অতিথিরা।