• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইবিতে ফোকলোর বিভাগের স্মারকলিপি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফোকলোর স্টাডিস বিভাগকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর তারা এ ম্মারকলিপি প্রদান করে।

গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভেঙে কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ করা হয়েছে। কলা অনুষদের অধীনে বাংলা সাহিত্য, ইংবেজি সাহিত্য, আরবি সাহিত্য, ইসলামের ইতিহাস ও ফোকলোর স্টাডিস বিভাগ রাখা হয়েছে। সামজিক বিজ্ঞান অনুষদের অধীনে রাখা হয়েছে অর্থনীতি, লোক-প্রশাসন, রাস্ট্রবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিস, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগ। কলা অনুষদের সব বিভাগের বি.এ সাম্মান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের বি.এস.এস সম্মান’র মান দেয়া হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফোকলোর স্টাডিজ বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বি.এস.এস সম্মান’র মান দেয়া হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ফোকলোর স্টাডিজ বিভাগকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে অর্ন্তভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘ফোকলোর স্টাডিজ বিভাগকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। আমাদের দাবি আদায় না হলে আমরা আন্দোলনে নামবো।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বলেন, ‘এবিষয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি। তবে একাডেমিক কমিটি করার পর কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে প্রস্তাব নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ সিদ্ধান্ত নিবেন।

এবিয়ে ভিসি ড. হারুন-উর রশিদ আসকারী বলেন, আমার মনে হয় ফোকলোর স্টাডিজ বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার মাধ্যমে এ বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদের অর্ন্তভূক্ত করা হবে।