• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইরানের সঙ্গে সামরিক মহড়ার অপেক্ষায় আছে পাকিস্তান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, কোনো শক্তিই তার দেশের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারবে না। ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পাকিস্তান যৌথ মহড়ায় আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তান সেনাবাহিনী হেড কোয়ার্টার রাওয়ালপিন্ডিতে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল বাবর বলেন, ইরানের সঙ্গে সামরিক মহড়ার আয়োজন করতে ব্যাপক আগ্রহী পাকিস্তান।

আফগানিস্তানের পরিস্থিতি, পাকিস্তান-আফগানিস্তান-ইরানের আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্য ও ইরান বিষয়ক নীতিমালা নিয়ে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা দেন তিনি।  এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলার ব্যাপারেও কথা বলেছেন সেনাবাহিনীর এই মুখপাত্র।

ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি তাকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী চায়- পাকিস্তান ও ইরান যৌথ সামরিক মহড়ায় এবার অংশ নিক।