• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করলো সিরিয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলে অবস্থিত হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
মঙ্গলবার সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, টি-ফোর বিমানঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলাটি সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, আল-তান্‌ফ এলাকা দিয়ে ঢুকে ইসরায়েলি বিমান টি-ফোর বিমানঘাঁটিতে হামলা চালায়। তবে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আমরা সেটিকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তবে হামলার কারণে বেশ কিছু সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। 

লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলের বিমানগুলো কিছুটা কম উচ্চতায় উড়ছিলো। তার প্রায়  এক ঘণ্টা পরেই দামেস্কের বাসিন্দারা বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দ পায় বলে জানা গেছে। তবে এ হামলা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

পরবর্তীতে ইসরায়েলের সামরিক বাহিনী এক টুইটার বার্তায় জানায়, সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে তারা আইডিএফ এর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করেছে।   

গত কয়েক বছরে সিরিয়ার ওপরে অনেকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে থাকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলা লড়াইয়ে খুব শীঘ্রই তাদের পতন ঘটবে বলে জানিয়েছে সামরিক সূত্রটি।