• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাক্সেস একাডেমি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

শিক্ষার্থীদের একটি বড় অংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের ব্যক্তিগত নানান দুর্বলতা, নতুন পরিবেশ ও নতুন ধাঁচের পড়ালেখার সাথে মানিয়ে নিতে বাধা হয়ে দাঁড়ায়। এ ধরণের দুর্বলতা কাটানোর জন্য আগামি সেমিস্টার থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শুরু হচ্ছে অ্যাক্সেস একাডেমি।

স্প্রিং সেমিস্টার থেকে ইডিইউতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ইংরেজি ভাষা, গণিত ও শিষ্টাচারে পরিপক্ক করে তুলতে সেমিস্টারব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করা হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, স্কুল-কলেজে যে শিক্ষা একজন শিক্ষার্থী গ্রহণ করার কথা, অনেক সময় তাতে ঘাটতি থেকে যায়। ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে এসে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। যা তার মেধার বিকাশে বাধা সৃষ্টি করে।

তিনি বলেন, সবচেয়ে দুর্বল শিক্ষার্থীকেও প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নের আরেকটি ধাপ হলো অ্যাক্সেস একাডেমি।

উল্লেখ্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ২০১৯ সালের ‘স্প্রিং’ সেমিস্টারে আবেদন করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তি হওয়া যাবে বিবিএ, এমবিএ, ইংরেজি (অনার্স ও মাস্টার্স), অর্থনীতি (অনার্স ও মাস্টার্স), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে।

ফরম পাওয়া যাবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে। নিজস্ব ওয়েবসাইট www.eastdelta.edu.bd থেকেও ফরম ডাউনলোড করা যাবে।