• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিশোরীগঞ্জে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার(৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আস্তানে আজিজিয়া সিঙ্গেরগাড়ী জহুরিয়া দরবার শরীফের আয়োজনে শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিঙ্গেরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এলাকাবাসী ছাড়াও উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা বগুড়া থেকে আগত দুই সহস্রাধিক অনুসারীর অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি দুপুর পর্যন্ত চলে।   

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কিশোরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আবুল কালাম বারি পাইলট এবং প্রধান আলোচক ছিলেন শাহ্ মুহাম্মদ শামসুল আলম আজিজি মাদ্দাজিলুহুল আলীর জেষ্ঠ ছেলে পীরজাদা শাহ মোহাম্মদ গোলাম মর্তুজা। 

এসময় শাহ্ মোহাম্মদ গোলাম সাকলাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পীরজাদা শাহ মোহাম্মদ গোলাম রব্বানী দুদু, শাহ মোহাম্মদ আব্দুল মান্নান, শাহ্ মোহাম্মদ আবু রায়হান প্রমুখ। শেষে তবারক বিতরণ করা হয়। 

পীরজাদা শাহ মোহাম্মদ গোলাম মর্তুজা জানান, বাৎসরিক ওরস শরীফ ছাড়াও প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওই দরবার শরীফের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামী বছরের ১৭ জানুয়ারী শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে তিন দিনের ওরস শরীফ শরু হবে।