• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উচ্চমূল্যে লবণ বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে তিন ব্যবসায়ীর কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

আজ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও জেলা সদরস্ত পুরাতন বাসস্ট্যান্ড বাজার হতে বেআইনিভাবে ১০০  টাকা কেজি দরে লবণ বিক্রির অপরাধে, তিনজন ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য যে, একটি কুচক্রী এবং স্বার্থান্বেষী মহল পেঁয়াজের মতো এখন লবণ নিয়েও ষড়যন্ত্রে নেমেছে। তারা বাজারে লবণ নেই এরকম একটি গুজব ছড়িয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে। অথচ দেশে এই মুহূর্তে লবণের কোনো সংকট নেই।

সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসন আহ্বান জানিয়েছে।