• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

উচ্চমূল্যে লবণ বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে তিন ব্যবসায়ীর কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

আজ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও জেলা সদরস্ত পুরাতন বাসস্ট্যান্ড বাজার হতে বেআইনিভাবে ১০০  টাকা কেজি দরে লবণ বিক্রির অপরাধে, তিনজন ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য যে, একটি কুচক্রী এবং স্বার্থান্বেষী মহল পেঁয়াজের মতো এখন লবণ নিয়েও ষড়যন্ত্রে নেমেছে। তারা বাজারে লবণ নেই এরকম একটি গুজব ছড়িয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে। অথচ দেশে এই মুহূর্তে লবণের কোনো সংকট নেই।

সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসন আহ্বান জানিয়েছে।